ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চায় আ’লীগ’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ , ০৮:৫১ পিএম


loading/img

রাষ্ট্রপতির ওপর আস্থা রেখে তার ডাকা সংলাপে অংশ নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে আওয়ামী লীগ জানার কথা না। তারা রাষ্ট্রপতিকে বিতর্কিত করতেই ইসি গঠন নিয়ে নানা মন্তব্য করছেন। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনায় এসব কথা বলেন তিনি।

গেলো রোববার ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে। তিনি (হাসান) নিরপেক্ষ নন। এর আগে নিরপেক্ষ ইসি না হলে মানা হবে না বলে বিএনপি নেতারা মন্তব্য করেছিলেন। এরই প্রেক্ষিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জানে,যদি নির্বাচন সুষ্ঠু হয়, তারা কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এজন্যই তারা বিতর্কিত মন্তব্য করছেন।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |